ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, September 12, 2017

শান্তির চাষ!

গোস্ত পোড়া গন্ধ ঘোরে বাতাশে
আশে পাশে চরুইভাতি, বারবিকিউ নয়
ঘর পুড়ে, শষ্য পুড়ে, ল্যাপ খাতা কম্বল
পাশের চটলায় উল্লাশ, মাতামাতি, পালাক্রমে ধর্ষন
স্বজনের আর্ত চিৎকার, জবাই করা লাশের গোঙ্গানী
প্রাণ নিয়ে দিকবিদিক ছোটাছুটি
ঘরতো নেই, পোড়া ভিটামাটি ছেড়ে
পয়ত্রিশ কিলো পায়ে হেটে এসেছে ওরা
সমুদ্র স্নানে, খোলা আকাশে রাত্রিযাপনে!
মানুষ মারা যেখানে উৎসব
শান্তির মেডেল পড়া গলায়
আমাকে দিয়ে কি হয় মানবতার ক্ষতি!
আমি রাখাইনে করি শান্তির চাষ!

No comments:

Post a Comment