ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Thursday, December 1, 2016

উপলব্ধি

উপলব্ধি
-আসাদুজ্জামান জুয়েল
(বাবা মা হারা সকলকে উৎসর্গ করে)
যার যায় সে-ই বুঝে, বাবা কি মা
তাদের সমান ভবে, কিছু হয় না।
সব কিছু পাওয়া যায়, টাকা আর চেষ্টায়
পিতা-মাতা’র দান যায়না পাওয়া
বুঝা যায় একেবারে শেষটায়।

শাসনের আড়ালে ঢাকা পরে ভালবাসা
ব্যস্ততার অযুহাতে হয়না কাছে আসা।
কেন আসে কেন যায় বিধাতাই জানে
মমতার বাঁধনে বেঁধে, কেন কাছে টানে!
আজ তুমি সন্তান, কাল তুমি বাবা-মা
কাল তুমি চলে যাবে, সেকথা কি ভাবো না?
আজ তুমি হাসো খেলো, কাল তুমি কাদবে
মমতার মায়াজালে ক’জনাকে বাঁধলে?
এ জীবণ চিরদিন এভাবে যাবে না
ভালবাসো এখনই সময় যে পাবে না।
২৫/১১/২০১৬