ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Saturday, September 29, 2018

মানুষ

কাজের জন্য ভবে এসে
করলা শুধু কাম
মানুষ রূপে ভবে এসে
দিলা কি তার দাম?

সৃষ্টির সেরা জীব করিয়া
পাঠাইলো এ ভবে
এমন স্বরূপ হবে জানলে
পাঠাইতো কি তবে?

পাঠাইলা ভবে, মানুষের জন্য
করতে হবে কাজ
হানা-হানি, হিংসা-বিদ্বেষ
করছে কি মানুষ আজ?

মানুষের তরে মানুষ হোক
প্রেম লিলা যত কর্ম
জীবের প্রতি ভালোবাসা হোক
আজ মানুষের ধর্ম।

অধম জুয়েল বলে, হোক
মানুষ মানবতার জন্য
ধন-দৌলত, লোভ লালসা
সব হোক আজ নগণ্য।

Friday, September 28, 2018

ভবনদী

পান করিও সব সময়
এক ঘাটেরই জল
থাকবে সুস্থ্য লাগবে ভালো
পাবে তাহার ফল।
ঘাটে ঘাটে ঘুরে যদি
বদলাও তুমি প্রেমো নদী
পাবে না জীবণ অবধি
প্রেমো সুধা জল।
পার হওয়া সহজ নয়গো
ওটা হলো ভবনদী
পাড়ি দিতে সহজ হবে
দিব্য জ্ঞান থাকে যদি।
এই নদীতে বান আসেরে
রক্ত স্রোত তখনই বয়
শক্ত হাতে ধরলে বৈঠা
তোমার নেইযে কোন ভয়।
সেই নদীটার বয়স হলে
পাড় শুকায়, শুকায় পানি
যৌবনেতেই নৌকা নিয়ে
করে সবে দাড় টানাটানি।
অধম জুয়েল বলে,
ভব নদীর পাড়ে এসো
ভক্তি নিয়ে আজলা ভরে
পান করো পানি, ভালোবাসো।
হলে লোভী কামী, বহুগামী
মানুষ কেউ বলবে না
তোমার সাথে কুকুড়েরও
তুলনা কেউ করবে না।

Tuesday, September 25, 2018

মানুষ হও

মানুষ রুপে জন্ম দিলে 
দেখতে দিব্যি মানুষ
কথা কাজে মিল পাই না
শুধুই কথার ফানুষ।
মুখে সদা ধর্মের কথা
সুন্নত রাখে জিন্দা
কাজে দেখি ভিন্নতা
প্রতারণা চিন্তা।
পরের ধনে লোভ দেখি
দেখি করে ধান্দা
লুটে নেয় সবকিছু
বাছেনা লুলা-আন্ধা।
ভাব দেখায় এমন তিনি
স্রষ্টার সহি বান্দা
কাজের বেলায় দেখি তাকে
ভন্ড, চতুর, নাখান্দা।
অন্যের অনিষ্ট করে
ধণের বোঝা বৃদ্ধি করে
খাচ্ছো মানুষ ধরে ধরে
ভালো মানুষ সাজছো পরে।
জায়গা পাবে নর্দমাতে
হাটবে নিকষ কালো রাতে
থাকবে না কেউ তোমার সাথে
খাটলে শুধুই দিনে রাতে।
বিদায় ঘন্টা বাজবে যেদিন
কথাটা রেখো মনে
তোমায় আগলে রাখবে নাকো
তোমার জমা ধণে।
অধম জুয়েল বলে
থাকতে সময় হাতে
আলোর সঞ্চয় করো তুমি
আলো তোমায় পথ দেখাবে রাতে।

বাণী!!!

নদীর পার ভাঙ্গার সাথে
কারো কপালও ভাঙ্গে
নদীর পার গড়ার সাথে
কারো কপালও গড়ে।

ভাঙ্গা-গড়া সবসময়ই
চলে জীবণ খেলায়
কষ্ট পাবে দেখ তুমি
ভাঙ্গে যদি শেষ বেলায়।

অধম জুয়েল বলে,
থাকতে সময় গুটালি হাত
সূর্য উঠবেই জানিস
পোহাইলে কালো রাত।

পদ্মার ভাঙ্গন নিয়ে ভাঙ্গা পদ্য

১।
নদী খাচ্ছে ভ‚মি
খাচ্ছে দালান বাড়ি
বাপের ভিটা ছেড়ে দিলাম
নিরুদ্দেশে পাড়ি।

২।
নদীর ¯্রােতের সাথে
ভাঙ্গছে কপাল নেতার
কেউ ভাবছে এবারই
সুযোগ ভোটে জেতার।

৩।
ভাঙ্গন দেখতে প্রতিদিন
আসে হাজার লোক
কেউ দেখে রঙ্গ-তামাশা
কেউ জানায় শোক।

৪।
নেতা-মন্ত্রী, আমলা-ফইলা
এসে দেয় বিবৃতি
তাতে কি ভোলা যায়
ফেলে আসা স্মৃতি?

টান

ভাঙ্গছে নড়িয়া-জাজিরা, টান পড়ে নাড়িতে
এখন কেবলই স্মৃতি, থাকতাম ঐ বাড়িতে।
খেলতাম ঐ মাঠে, চড়তাম ঐ গাছে
খেয়েছে পদ্মা, আজ স্মৃতিই শুধু আছে।
পড়তাম ঐ স্কুলে, মাদ্রাসায়, মক্তবে
বাপের ভিটা ছেড়ে যাওয়া শক্ত এই ভবে!
মসজিদে সালাত আদায়, মন্দিরে প্রার্থনা
দুষ্ট ছিলাম, বড়রা তাই ভাবতো যন্ত্রনা!
হাট-বাজার, চাষের জমি, বাগান-ভিটা যত
সব নিয়েছে পদ্মা কেড়ে, রেখে গেছে ক্ষত।
সব গেছে যে পদ্মার পেটে, রইলো না আর কিছু
বার বার নিলো সহায় কেড়ে, ছাড়ছে না যে পিছু।
প্রকৃতির নিয়মে চলে, ভাঙ্গা গড়ার খেলা
প্রতিরোধের কথা বলেই, কাটিয়ে দিলো বেলা!
নিঃস্ব হওয়ার পরে তোমরা, দেখতে আসো লীলা
নেতা নও, অভিনেতা তুমি, দেখছি তোমার খেলা।

Wednesday, September 5, 2018

আজ আমার ছোট্ট মায়ের জন্মদিন। শুভ জন্মদিন মা... প্রিয়ন্তী


আজ আমার ছোট্ট মায়ের জন্মদিন। শুভ জন্মদিন মা... প্রিয়ন্তী

মা। ছোট্ট একটি শব্দ। কিন্তু এই শব্দের ক্ষমতা, ব্যাপকতা, মমতা, স্নেহ, ভালোবাসা, আবেগ, আবেদন অনেক বেশি। আমার কাছে মা শব্দটা একটা পৃথিবীর মত। বাকি সব আরেক পৃথিবী।


অনেকদিন হয়ে গেছে মা হারিয়েছি। সেই ৩০ মার্চ ২০১২ সালের শেষ রাতে। দীর্ঘদিন মা ডাকতে পারিনি। ডাকলেও মা সাড়া দেয়নি। দীর্ঘ দিন পার করে ফেলেছি, কিন্তু মা হারানোর ব্যাথা ভুলতে পারিনি, আর জীবনে পারবো বলেও মনে হয় না তবুও জীবন জীবনের নিয়মে চলতে থাকেআমিও চলছি। থেমে নেই কিছুই। 

এর পর আবার মা পেয়েছি। ০৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখ। আমাদের কোল আলো করে আসে আমাদের মেয়ে যাকে মা বলেই ডাকি সেই রওশন আসাদ প্রিয়ন্তী। সেদিন মেয়েকে কোলে নিয়ে আমি যেন আবার আমার মাকেই ফিরে পেয়েছিলাম, আমি কেদে ফেলেছিলাম। ছোট্ট ছোট্ট হাত পা। নেড়েচেড়ে খেলা করে, হাসে, কাদে। দেখে গর্বে বুকটা ভরে উঠতো। এর পর দিন যেতে যেতে এখন সেই ছোট্ট মা ডাকলে সাড়া দেয়, আদর দেয়, আদর নেয়।

আমার ছোট্ট মা আমার খেয়াল করে মায়ের মতই, মাঝে মাঝে নিজ হাতে খাইয়ে দেয়, খাওয়ার সময় শাসন করে বলে, শেষটুকু খেতে হয়, নইলে বড় হবা না। আমি নিজেকে প্রশ্ন করি, আমি আর কত বড় হব মা? প্রিয়ন্তী বলে, ফুপির মা নেই, ফুপির মা মারা গেছে। কিন্তু আমার মা কি আছে জিজ্ঞেস করলে বলে, আছে, এই যে আমি তোমার মা!
 

আজ ০৬ সেপ্টেম্বর ২০১৮ আমার ছোট্ট মা রওশন আসাদ প্রিয়ন্তী চার বছর পূর্ণ হলো। আমার ছোট্ট মা পঞ্চম বছরে পা দিলো। আমি সব সময় দোয়া করি ও যেন মানুষের মত মানুষ হয়, ও যেন মানবতাবাদী হয়, ও যেন পরোপকারি হয়, ও যেন ভদ্র হয়, সভ্য হয়।


সবাই দোয়া করবেন আমার ছোট্ট মায়ের জন্য।