ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Saturday, July 1, 2017

নাম তার জঙ্গি সাইফুল!! (হলি আর্টিজানে মৃত পাচক সাইফুলকে উৎসর্গ করে)

বিদেশ ছিলে যখন, তখন ছিলে যে প্রবাসী
দেশে এলে, আর গেলে না, সে খবর আজ বাসি!
বিদেশ ছিলে, বউ বাচ্চা তখনও ছিল দেশে
জীবিকার টানে, চলে গেলে ঢাকা, সেই প্রবাসীর বেশে!

প্রবাসে তুমি রাধতে ভাল ওয়েষ্টার্ণ ফুড, পিৎজা
দেশে এসে সেকাজ ধরলে, পাওনি সরম লজ্জা!
ছোট্ট ছেলে, মা’মনিটা, প্রাণের প্রিয়া বধু
চেয়ে কাটে দিবস ও মাস পথের দিকে শুধু!
ভাবনা ছিল, আসবে বাড়ি, সামনে ঈদের ছুটি
প্রাণের অংশ, সন্তান নিয়ে করবে লুটোপুটি!
ছেলে মেয়ে দৌড়ে এসে ধরবে তোমার গলা
কানে কানে বলবে ও’কে, যে কথা হয়নি বলা!

হলি আর্টিজান, হোটেলের নাম, সবাই নামটা চিনে
সাইফুল সেথা পিৎজা বানায়, সময় কাটে কিচেনে
ছোট্ট কিচেন, গরম অনেক, মাথার ঘাম পরে পায়
মাসটা গেলে শ্রমের বাবদ অল্প বেতন পায়
নিজে চলে, যতটা বাঁচায় পাঠিয়ে দেয় যে দেশে
ঐ টাকাতে প্রাণের প্রিয়া সংসার চালায় হেসে।

হোটেলটিতে অতিথি আসে দেশি ও বিদেশী
ভাল, মন্দের সাথে আসে বখাটেরাই বেশি
হঠাৎ এক অজানা ঝড়, নিল সেদিন পিছু
কোথা থেকে, কিযে হলো, বুঝলো না সে কিছু
ভদ্র বেশে ব্যাগ কাধে, ঢুকলো কয়েক যুবক
ইসলামেরই ভুল ব্যাখ্যা, শোনালো কিছু ছবক

একে বাইশ ও পিস্তল বের করলো তারা নাইটে
আমাক নিউজ তাদের ছবি, করলো প্রকাশ সাইটে
কালো ব্যানার বিছনে রেখে তুলছে তারা ছবি
কালো পোশাকে দেখতে যেন ধ্বংস ক্রিয়ার কবি
ঢুকেই তারা বৃষ্টির মত গুলি করে হোটেলে  
তাজা প্রাণ পড়লো ঢলে, মৃত্যুর মিছিলে!

পাচক সাইফুল, রাধে বাড়ে, নাইতো সাতে পাঁচে
জঙ্গি কি ভাই? তাদের কি কাজ! সে খবর কি আছে?
বাচার জন্য কি আকুতি, বাথরুমে, কিচেনে
সে তো ধনির দুলাল নয়রে, কে বা তাকে চেনে?
বীর সেনানীর দীর্ঘ লড়াই, যুদ্ধ হলো সারা
জঙ্গির সাথে মরতে হলো, পাচক ছিল যারা।
সব শেষেতে সবুজ ঘাসে, লাশ করলো জড়ো
দেশে বসে, প্রিয়ার মনযে করছে থর থর
পাচক বেশে সবুজ ঘাষে, সাইফুলও যে এলো
নামটা পাচক সাইফুল নয়, জঙ্গি দেয়া হলো!
সাইট ইন্টেলিজেন্ট আমাকে নাই যে, সাইফুলেরই নাম
ঘোষনার পরে, অস্বীকার কি ভদ্রলোকের কাম?
বলছি বেটা জঙ্গি যে তুই, বদলাবো না কথা
বুঝলনা কেউ, ছেলে-মেয়ে পরিবারের ব্যাথা!
পেটের দায়ে এসেছিলো, করতে এথায় কাজ
সাইফুল হলো কেষ্টা বেটা, তোমরা সাধু আজ!


No comments:

Post a Comment