ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Monday, September 11, 2017

বন্ধু

বন্ধু ছাড়া চলে নাকি
সকাল দুপুর রাত
বিপদ কালে বন্ধুইতো
বাড়িয়ে দেয় হাত।
বন্ধু হলে সবই চলে
ঝগড়া প্রেম ফুর্তি
বন্ধুতো হয়না কভু
মাটির তৈরী মুর্তি।
বন্ধুর থাকে রক্ত মাংস
আবেগ অনুভূতি
বন্ধুত্বে যায় না খোজা
কখনো লাভ ক্ষতি।
বন্ধু তুমি যেথায়ই থাকো
থাকো সদা মনে
বন্ধু তোমায় অনুভব করি
থাকো প্রানে প্রানে।
বন্ধুকে বলতে হয়না
তোকে ভালবাসি
মনের সাথে মন মিলিয়ে
সেযে বোঝে কেন ফিরে আসি।
দুঃসময়ে না ডাকিলেও
বন্ধু ঠিকই আসে
বক ধার্মিক সুসময়ে
থাকে আসে পাশে।
বন্ধুর ঋণ কখনো যে
শোধ করা যায় না
প্রাণটা দেবে তবুও বন্ধু
বিনিময়টা চায় না।
দুটি দেহের একটি আত্মা
বন্ধু তাকেই বলে
বন্ধুত্বের মাঝে কভু
ফাঁক হলে কি চলে?
নিখাদ প্রেম যাদের সাথে
তারাই আসল বন্ধু
তুমিই আমার অথৈ সাগর
ঘাসের ডগায় একটি শিশির বিন্দু।

No comments:

Post a Comment