ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Wednesday, September 13, 2017

থামাও এবার

হিংসার আগুন যখন ছড়িয়ে পরে
গ্রাম থেকে গ্রামে, ঘর থেকে ঘরে
ধর্ম তখন নিরবে কেঁদে কেঁদে
শোনায় তার অমূল্য বাণী
‘সব্বে সত্তা সুখিতা ভবন্তু
জগতের সকল প্রাণী সুখী হোক’
হে মানবতার মেডেলধারী সুচি
তোমার জগত মায়ানমারের
রোহিঙ্গা প্রাণীরা কি সুখে আছে?
খুব জানতে ইচ্ছে করে সুচি,
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছো?
হিংসার আগুন যখন গ্রামে লাগে
পীরসাহেবের ঘরও নাকি বাদ যায়না
আরাকান পুড়ছে আর তুমি বিষের বাঁশী বাজলে?
আগুন থেকে বাঁচলেও তাপ তোমায় ঝলসাবে ঠিকই
প্রচন্ড তাপে তোমার মেডেল গলে গলিত লাভার মত
বুক বিদীর্ণ করে ফোটায় ফোটায় পরবে রোহিঙ্গাদের রক্তের মত
আর কত রক্ত ঝড়লে মনে হবে এখন মানবতার গায়ে রক্ত লেগেছে
আর কত মানুষ পুড়লে তোমার নাকে যাবে পোড়া মাংসের গন্ধ
আর কত ধর্ষিত হলে মনে হবে ইজ্জত আজ ভূলন্ঠিত
আর কত মানুষ মরলে মনে হবে এটা গণহত্যা
আর কত বাড়ি পুড়লে মনে হবে জমিন এবার শক্ত হয়েছে?
এবার থামাও এবার থামাও এবার থামাও এ হত্যাযজ্ঞ।

No comments:

Post a Comment