ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Saturday, September 30, 2017

কথা

কথার মালা গা‌থি আ‌মি
ভাবের সু‌তো দি‌য়ে
গাথ‌তে গি‌য়ে দে‌খি আমার
কথা যায় ফু‌রি‌য়ে।

দুঃখ, সুখ, প্রেম, বিরহ
আনন্দ, ভা‌লোবাসা
প্রকৃ‌তি, মানুষ, পশু, পা‌খি
আশা আর হতাশা।

কথা দি‌য়ে প্রকাশ পায় যে
ম‌নের দুঃখ ভাব
কথায় কথায় ভে‌ষে উ‌ঠে
কার কি‌সের অভাব।

কথা হ‌লো জীব‌নের আয়না
সব দেখা যায় তা‌তে
দুঃখ, সুখ যায় যে ধরা
কথারই আয়না‌তে।

কথার অ‌নেক শ‌ক্তি আ‌ছে
কথার আ‌ছে বল
কথার গাছ‌টি ভা‌লো হ‌লে
ফ‌লে ভাল ফল।

সকল কথা ফু‌রি‌য়ে গে‌লে
কই জীব‌নের কথা
ভাবের সু‌তোয় গা‌থি তখন
‌প্রেম বির‌হ গাথা।

No comments:

Post a Comment