ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, September 5, 2017

দেব শিশুর জলবিছানা

জলবিছানায় ঘুমিয়ে আছে
দেখতে যে দেব শিশু
শান্ত সে যে চোখটি বোজা
বোঝে না সে কিছু।
বোঝে না সে সীমান্ত কি
কাটা তারের বেড়া
বোঝে না সে এ দেশ ও দেশ
মানুষ-জানোয়ারের তাড়া।

জানোয়াররা আসলো গায়ে
করলো শুরু গুলি
জ্বালিয়ে দিলো শেষ সম্বল
জ্বলছে যে ঘরগুলি।
মা বো‌নে‌দের কর‌ছে তারা
ধর্ষন ও হত্যা
আর্তনা‌দের শব্দটা কি
শে‌া‌নেনা বিশ্ব কর্তা?

প্রাণ বাঁচাতে সব যে ফেলে
হলো ঘরের বার
ভয়ের চোটে দেব শিশুটি
হাতটি ধরলো মার।
ছুটছিলো সে হাতটি ধরে
মায়ে সাথে সাথে
ছুটছিলো সে দিক বিদিক
অজানারই পথে।

দেব শিশুটি বোঝে নাতো
মানুষ মানবতা
দেব শিশুটি বোঝে নাতো
হিংসার ব্যাকুলতা।
‌দেব শিশু‌টি বো‌ঝে নাতো
‌বৌদ্ধ মুসলমান
‌দেব শিশু‌টি বো‌ঝে না‌তো
‌কেনই নি‌চ্ছে প্রাণ।

হিংসার আগুনে পোড়ে
গ্রাম, দেশ, মানবতা
হিংসার আগুনে পোড়ে
ফেলে আসা স্মৃতি কথা।
হিংসার আগু‌নে পে‌া‌ড়ে
ধর্ম আর সমাজ
‌হিংসার আগু‌নে পো‌ড়ে
মানুষ আর র‌হিংগা সমাজ।

গ্রাম পুড়েছে ঘর পুড়েছে
কারন যে নাই জানা
চির নিদ্রায় গেছে সে যে
পেতে জলবিছানা।
‌হিংসাটাও থে‌মে যা‌বে
থাম‌বে যে সব‌কিছু
‌সে‌দিন তো আর নিদ্রা থে‌কে
উঠ‌বে না দেব শিশু।

এই শিশুটির দেশটি কোথায়
গ্রামের নামটি কি?
কে করে তার শাসন জানো
অং সান সুচি!
শান্তিতে পায় নোবেল সে যে
গ্রাম উজার করে
সেই দেশেতে নিরিহ মানুষ
জানোয়ারে খায় মেরে।

No comments:

Post a Comment