ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Monday, September 25, 2017

কান্না

সমুদ্র তী‌রে বিশালাকায় ঢেউ
আ‌স্রে প‌ড়ে শুনায় তার গর্জন
তী‌রের শেষ প্রান্তে এ‌সে
‌ঝির ঝির শ‌ব্দে নে‌মে যায় আবার
নামার বেলায় কি ত‌বে শুন‌তে পাই
‌ছে‌ড়ে যাওয়া ক‌ষ্টের চাপা কান্নার রোল?

কান্নার ভাষা আর আন‌ন্দের ভাষা
সারা দু‌নিয়ায় কি একই?
সুগন্ধা~কলাতলী কিংবা লাবনী বীচ
সাগর কন্যা কুয়াকাটা সুন্দরী বি‌চের
গর্জন~কান্না~‌বেদনার গানও একই সু‌র!

শত শত মাইল পা‌ড়ি দি‌য়ে ছু‌টে যাই দ‌রিয়ার তী‌রে
শুন‌তে তার গর্জন আন কান্নার রোল।
শ‌ব্দের সা‌থে মন মেলা‌লেই কেবল
শুন‌তে পা‌রি তার কান্না কি গর্জন ধ্ব‌ণি।

No comments:

Post a Comment