ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, September 26, 2017

শারদীয়

শী‌তের আগমনী, ভোর রা‌তে শীর শীর ধ্বণী
গ্রী‌ষ্মের বিদ‌ায়, প্রচন্ড গর‌মে প্রাণ যায় যায়।
রীতুর আসা~যাওয়া, খাই অসু‌খের ধাওয়া
ভূগী ঠান্ডা~জ্ব‌রে, এই ম‌রে সেই ম‌রে
‌ছোয়া‌চের মত ক‌রে, ঘ‌রের সবাই‌কে ধ‌রে
‌ছোটাছু‌টি দিক‌বি‌দিক, সাত দি‌নে হ‌বে ঠিক।

এত কিছুরও প‌রে
রু‌পের ‌যে আভা ঝ‌রে
বালুর মাঠ, নদীর পাড়
‌বিস্তীর্ণ কাশব‌নের ঝাড়
সাদা ফু‌লে মে‌ঘের রুপ
ই‌চ্ছে ক‌রে দেই যে ডুব
শারদীয় আব‌হ
রুপ যে ভয়াবহ
জুড়ায় আমার প্রাণ
কে‌টে যায় বিরহ।

দূর থে‌কে কাশবন ঘন দে‌খি কত
এর মা‌ঝে ফাকা আ‌ছে হৃদ‌য়েরই মত
‌রোদ শু‌ষে রেশ‌মি হ‌য়ে‌ছে যে ফুল
হঠাৎ বাতা‌শে সে‌ যে হারায় এ কুল
নানা রু‌পে প্রকৃ‌তি, আ‌সে না‌কো নি‌তে
রুপ, রস, গন্ধ, আসে সে‌ যে দি‌তে।
প্রকৃ‌তির মত ক‌রে ভা‌লোবা‌সে কে?
আর কেউ নয়, তুমিই‌তো সে।

No comments:

Post a Comment