ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Friday, July 2, 2010

একটি ছবি অনেক কথা বলে....

শরীয়তপুরের নদী ভাঙ্গনের চিত্র

>>>জাজিরা উপজেলার মাঝির ঘাট এলাকায় ভাঙ্গন>>>
>>>নড়িয়া উপজেলার সুরেশ্বর মাজার এলাকায় নদীর থাবা>>>
>>>নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকা। এভাবেই ভাঙ্গছে>>>
>>>নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকা। এভাবেই ভাঙ্গছে>>>
>>>স্কুল দাড়িয়ে আছে। পিছনেই প্রমত্তা পদ্মা। গ্রাস এখন সময়ের ব্যাপার>>>
>>>প্রমত্তা পদ্মার কড়াল গ্রাসে চলে যাচ্ছে স্কুল। শুধুই তাকিয়ে থাকা>>
>>>জাজিরা উপজেলার মাঝির ঘাট এলাকায় সারা বছরই ভাঙ্গে>>>
>>>রাস্তার শেষ প্রান্ত। এর পরই নদী। প্রতিনিয়ত ভাঙ্গছে>>>
>>>ভাঙ্গতে ভাঙ্গতে এখন ব্রিজ গিলে খাওয়া বাকি। গরু কি তাই দেখছে??>>>

>>>পদ্মার এই ভাঙ্গন কি থামার নয়??>>>
>>>নড়িয়া লঞ্চঘাট। ভাঙ্গন লঞ্চ ভেড়ার পল্টুনকেও কি নিতে চায়??>>>
>>>নড়িয়ার সুরেশ্বর এলাকায় এখন পল্টুনের সাথে লঞ্চ ভিরানো হয়ে না। কারন ভাঙ্গতে ভাঙ্গতে ঘাট যাচ্ছে বাড়ির কাছে!!>>>
>>>নড়িয়া উপজেলার সুরেশ্বরের ভাঙ্গন>>>

Thursday, July 1, 2010

শিরোনাম হীন ছবি....

ছবির পাতা

>>> পদ্মা পাড়ের মানুষ আমরা। এভাবেই প্রমত্তা পদ্মার সাথে যুদ্ধ করে পড়াশুনা করতে হয়।
ছবিটি জাজিরা উপজেলার মাঝির ঘাট নামক স্থান থেকে তোলা।
>>কুইচলা ধরার ফাদ। খালে-বিলে এই ফাদ পেতে ধরা হয় কুইচলা। পরে ঢাকা চালান করা হয়।
>>> গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার চাই।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজির হাটে এভাবেই চাই নিয়ে আসে বিক্রেতারা।
>>>>আপূর্ব তাই না???
>>>>বন্ধু শামীম আজিজ ও বিশ্ব নন্দিত টেনিস তারকা সানিয়া মির্জা
কে কার সাথে ছবি তুলল???