ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Monday, August 15, 2011

বৃক্ষ রোপন.....


সবুজে ভরে উঠুক প্রিয় স্কুল প্রাঙ্গণ
শরীয়তপুরে কালের কন্ঠ শুভসংঘর বৃক্ষ রোপণ কর্মসূচী
কীর্তিনাশা প্রতিবেদক
বিদ্যালয় আঙ্গিনা সবুজ বৃক্ষে ভরে দিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে শরীয়তপুর শুভসংঘ বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করেছে। গত ১৬ জুলাই সকালে জেলার সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পালং উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ শরীয়তপুরে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়। বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শরীয়তপুর সুশীল সমাজের সভাপতি পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিানুরাগী আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল। এসময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম, সিনিয়র শিক্ষক মাসুদ আহমেদ, সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র, কামরুল হাসান বিপ্লব, শুভসংঘের সদস্য অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ, মনিরুল ইসলাম, আবদুল কাদের লিপু, এবিএম মামুন, হাবিবুর রহমান সুমন, আবদুর রব, কালের কন্ঠের শরীয়তপুর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আসাদুজ্জামান জুয়েল সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদ্যালয় চত্বরে জলপাই, জামরুল, পেয়ারা, জাম, মেহগনিসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

দুই দিকপালের মৃত্যুতে আমরা গভীর শোকাহত.........

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ-মিশুক মুনীরসহ নিহত ৫


সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অন্য ৩ জন হলেন- মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রডাকশান সহকারী ওয়াসিম ও মো. জামাল। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলরুবা বেগম জলি আহত হয়েছেন।
এটিএন নিউজ-এর সিনিয়র রিপোর্টার এইচ এম সাগর শীর্ষ নিউজ ডটকমকে বেলা পৌনে ১টার দিকে জানান, আধাঘণ্টা আগে সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত হয়েছেন।
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাঙ্রে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহত হয়। শিবালয় উপজেলার সালদানা গ্রামে শ্যুটিং স্পষ্ট দেখে তারা ঢাকায় ফিরছিলেন।
আহতদের প্রথম ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ক্যাথরিন মাসুদ ও দিলরুবা বেগম আশঙ্কামুক্ত হয়েছে। ঢালী আল-মামুনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হলেও পরিবারের সদস্যরা তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করান। অপরদিকে বিকেল সোয়া ৪টার দিকে এ রিপোর্ট লেখার সময় মানিকগঞ্জ সদর হাসপাতালে নিহতদের পোস্টমর্টেম ছলছিল।
এদিকে ঘাতক বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পলাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে।
তারেক মাসুদ একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। তার মুক্তির গান ও মাটির ময়নাসহ অনেক ছবি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে।

বর্ষার গাণ.....

বসে একা চেম্বারে
বৃষ্টি আসে বারে বারে
লোক হাটে রাস্তায়
তাকায় যে আড়ে আর।
বসে না যে কাজে মন
মাথা ঘোড়ে বন বন
মধুর বৃষ্টি অম্ল স্বাধ
বৃষ্টি এবার বাদ সাধ।