ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Friday, October 6, 2017

যাও যে ছে‌রে

ভুল বু‌ঝে যাও যে ছে‌রে
অ‌ভিমান ক‌রে
‌দিনগু‌লো যে কেমন কা‌টে
যাই‌যে আ‌মি ম‌রে।
তু‌মি ভা‌বো তোমায় আ‌মি
‌গি‌য়ে‌ছি যে ছে‌রে
ছারার কথা ভাবার আ‌গে
যাই যেনোগো ম‌রে।
ভা‌লোবাসা সব সম‌য়ে
সমান্তরাল চ‌লে না
‌ঠোকাঠু‌কি হয় কখ‌নো
ওসব ধর‌লে হ‌বে না!
তু‌মি থা‌কো অ‌স্তি‌ত্বে
তু‌মি থা‌কো হৃদ‌য়ে
‌ছোট খা‌টো খুনসু‌টি
‌যে‌তে হ‌বে স‌য়ে।
ভা‌লোবা‌সি ব‌লেই হয়‌তো
এ‌‌তোটা কষ্ট দেই
ভা‌লোবাসার দাবী‌তেই
সবটা মে‌নে নেই।
ছোট ছোট খুনসু‌টি‌কে
এভা‌বে দেখ‌লে হয়?
তাহ‌লে কি এটা‌কে কেউ
ভা‌লোবাসা কয়?
‌তোমায় আ‌মি ভা‌লোবা‌সি
সেটা তু‌মি বোঝ
আমায় ছে‌ড়ে তু‌মি‌ কি এখন
অন্য হৃদয় খোজ?
ভা‌লোবাসা বুঝ‌তে হ‌লে
সময় নি‌তে হ‌বে
আ‌মি কত ভা‌লোবা‌সি
বুঝ‌বে তু‌মি ত‌বে।

মোহ

তোমার মোহ কাটে না আমার
শত চেষ্টায়ও পারিনি আমি
তোমায় পাই আমি সুরে ও সুরায়
তোমায় পাই আমি সবুজ পাতায়
ভোরের ফুলে, শিশির বিন্দুতে
তোমায় পাই আমি ঝরা শুকনো পাতায়
পদদলিত হওয়ার সময় মরমর ধ্বণিতে
তুমি থাকো রক্তে, শিরায় শিরায়
আমার আবেগে, আমার রাগে
আমার ভোগে, আমার বিলাসে
তোমায় পাই আমি আকাশের ধবল মেঘে
উড়ে যাওয়া ক্লান্ত পাখির ডানায়
নীড়ে খুধার্ত পাখির ছানার কিচির মিচিরে
হিংশ্র বাঘের থাবায়, হরিনের ডাগর চোখে
তোমায় পাই আমি অভাবি সংসারে
দিন শেষে উনুনের ডাল ভাতে
তোমায় পাই আমি কৃষকের হাতে
লাঙ্গলের ফলায়, কাচির ধারালে ডগায়
তোমায় পাই আমি শ্রমিকের ঘামে
হাড় ভাঙ্গা খাটুনি শেষে এক চিলতে হাসিতে
তোমায় পাই আমি পূর্ণিমা রাতে
প্রিয়ার হাতে রাখা হাতে
তোমায় পাই আমি অমাবষ্যার নিকষ কালো রাতে
প্রিয়ার সাথে বাশ বাগানে গোপন অভিসারে
তোমার মোহে আমি কাদি, আমি হাসি
তোমার মোহ আমায় ভাসায়, আমায় ডুবায়
তোমার মোহে আমি মরি
তোমার মোহে আমি বাঁচি
তোমার মোহ নিয়েই আমি আছি

মা-প্রিয়ন্তী

আমার মায়ের জায়গা নিলো, আমার ছোট্ট মেয়ে
ওর সকল কাজগুলো আমি, দেখি চেয়ে চেয়ে।
মায়ের মত দেয় যে ও, আদর ভালোবাস
ওর মধ্যে দেখি আমি, মায়ের ফিরে আসা।
মায়ের ছোট ছেলে আমি, বাসতো অনেক ভালো
মায়ের জায়গা নিলো মেয়ে, মা হয়ে যে এলো।
বাবা বলেই ডাকতো মা’যে, খেয়াল রাখতো যেমন
ছোট্ট মা প্রিয়ন্তী যে, খেয়াল রাখে তেমন।
বড় ছেলে আজাদকে মা, ডাকতো বাবা বলে
প্রিয়ন্তীও চাচ্চু না ডেকে, বাবা বাবাই বলে।
বাইরে গেলে মা বলতো, সাবধানে যাও বাবা
প্রিয়ন্তী বলে, ভয় পেয়ো না, সাবধানে যাও বাবা।
আপন জন যে যায় ভুলে, নাওয়ার খাওয়ার কথা
জানতে চায়না, না বললে, কষ্টটা, কি ব্যাথা?
মাকে কভু বলতে হয়নি, ঠিকই বুঝে নিতো
নাওয়া খাওয়ার সময় হলে, ঠিকই তাগিদ দিতো।
মুখ দেখেই বলে দিতো, মুখটি কেন ভার
চাইতে হয়নি বুঝে যেতো, চাহিদা কি কার।
মুখের কথায়ই পাওয়া যেত, সব চাওয়া পাওয়া
মনটা এখন কাদে আমার, সয় না এ চলে যাওয়া।
অনেকটা দিন হয়ে গেলো, মায়ের চলে যাওয়া
অবশেষে প্রিয়ন্তীকে, মা হিসেবেই পাওয়া।
মায়ের অভাব হয়নি পূরণ, হয়েছে কাজের অভাব
ওর ভিতরে দেখি আমি, মায়েরই কাজের সভাব।
তিন বছরের ছোট্ট মেয়ের, খেয়াল দেখলে পরে
ভুলেই যাই মা’যে নাই, মা যেন মোর ঘরে।
সারা জীবন মায়েরা যে, অনেক খেয়াল রাখে
মায়েরা কি মেয়ে রুপে, বার বার ফিরে আসে?

Thursday, October 5, 2017

বিশালতা

পূ‌র্ণিমার আকা‌শে দেখ
চাঁদটা কত বড়
‌দি‌চ্ছে আ‌লো সেটা তু‌মি
অনুভব কি কর?
চাঁদের আ‌লোয় ধরনীটা
হয়‌ যে আ‌লো‌কিত
মনটা তখন পূর্ণ হয়‌ যে
হয় যে স্ফিত।
বাঁশ বাগা‌নের মাথার উপর
‌দেয় যে সে উ‌কি
এক চিল‌তে সে আ‌লো দে‌খে
হও যে কত সু‌খি।
চাঁ‌দের আ‌লো হা‌তে মা‌খো
মা‌খো গা‌য়ে, পাও
পূ‌র্ণিমারই আ‌লো দেখ‌তে
ভাসাও ছোট্ট নাও।
নাও ভা‌সি‌য়ে পাও ভি‌জি‌য়ে
‌দেখ চাঁ‌দের রুপ
চাঁ‌দের আ‌লোয় ভিজাও হৃদয়
দাও‌ যে তু‌মি ডুব।
আ‌মি তোমায় ভা‌লোবা‌সি
‌ছোট্ট তাঁরার মত
ঐ আকা‌শে তাঁরা হয়‌তো
আ‌ছে হাজার শত।
দূর থে‌কে ঐ তাঁরা হ‌য়ে
বা‌সি তোমায় ভা‌লো
‌বি‌লি‌য়ে যাই চাঁ‌দের মত
আ‌মি তোমায় আ‌লো।
ভাব‌তে তু‌মি পা‌রো না যে
আমার বিশালতা
তাই হয়‌তো বো‌ঝো‌নি তু‌মি
ভা‌বো না আমার কথ!
দূ‌রে থা‌কি, আ‌লোও কম
‌ছোট অনুভব কর
অথচ আমার হৃদয়টা যে
চাঁদের চে‌য়েও বড়।
ভা‌লোবাসার দৃ‌ষ্টি দি‌য়ে
অনুভব য‌দি ক‌রো
‌দেখ‌বে আ‌মি পৃ‌থিবী আর
চাঁ‌দের চাই‌তেও বড়।
মহাকা‌শের মত দেখ‌বে
বড় হৃদয়টাও
ভা‌লোবাসা দি‌য়ে য‌দি
কা‌ছে টে‌নে নাও।
‌তোমায় আ‌মি ভা‌লোবা‌সি
মহাকা‌শের মত
কা‌ছে টান‌লে বুঝ‌বে তোমায়
ভা‌লোবা‌সি কত।
কা‌ছে টান‌লে বুঝ‌বে তু‌মি
‌তোমায়ই ভা‌লোবা‌সি
বুঝ‌বে তু‌মি যে‌দিন আস‌বো
‌তোমার কাছাকা‌ছি।

Wednesday, October 4, 2017

য‌দি পা‌রো

ভরা পে‌টে কয় স‌বে
ভা‌লোবাসার কথা
এমন স‌ঙ্গী পাওয়া
যায় যথা তথা।
আ‌মি ব‌লি খা‌লি পে‌টেও
থাক‌লে মোর সা‌থে
ত‌বেই  রাখ‌বো আ‌মি
হাত তোমার হা‌তে।
অভাব য‌দিও ঢোকে
দরজা দি‌য়ে
ভা‌লোবাসা পালা‌বে না
জানালা দি‌য়ে।
অভাব অনটন ঘ‌রে
আসুক যতই
পা‌শে থাক‌বে তু‌মি
আ‌গের মতই।
ত‌বেই কথা দি‌তে পা‌রি
থাক‌বো আ‌মি তোমার
শত বাধা ভাঙ্গ‌বো আ‌মি
হ‌বেই তু‌মি আমার।

Tuesday, October 3, 2017

পাশেই থাকো

থাকলে পাশে তুমি, খোলা থাকে মনটা
দূরে গেলে জ্বালা বারে, বেরিয়ে যায় প্রাণটা
হাত বাড়ালেই পাই যখন, অমূল্য ধন বুঝি না
দূরে গেলে মূল্য বারে, কাছে থাকতে খুঁজি না।

তোমায় অনেক ভালোবাসি, তুমিই মনটা জুরে
তাইতো মনটা খোঁজে তোমায়, যখনই যাও দূরে
এক জীবনে ভালোবাসা, প্রকাশ করা যায় কি?
এক জীবনে ভালোবাসা, সবটা দেয়া হয় কি?
এক জীবন যায় যে চলে, ভালোবাসতে বাসতে
এক জীবন যায় যে চলে, কাছে আসতে আসতে
এক জীবন যায় যে চলে, তোমার হৃদয় পড়তে
এক জীবন যায় যে চলে, তোমার হৃদয় বুঝতে
তোমায় যখন পেলাম কাছে, কেন যাও যে দূরে
দূরে গেলে তুমি, কাদে হৃদয় বিরহেরই সুরে
দূরে গেলে তুমি, তখন আমার হৃদয়টা যে ভাঙ্গে
ভালোবাসায় ভরা নৌকা, ডোবে অথৈ গাঙ্গে।
আমি চাই যে থাকো পাশে সকাল, দুপুর, রাতে
থাকো তুমি পাশে পাশে, হাতটা রেখে হাতে
থাকো তুমি হৃদয় জুড়ে, করো বিচরণ
তোমার জন্য খোলা আছে, আমার দেহ, মন
থাকো তুমি অস্তিত্বে, থাকো জীবন ভর
কখনো তুমি যেও নাকো, করো নাকো পর
ভালোবাসার প্রকাশ হয়তো, করতে পারি নাকো
বুঝে নিয়ে ভালোবাসা, আমার পাশেই থাকো।

Sunday, October 1, 2017

মা ই‌লি‌শের আকূ‌তি


এখন আমায় ধ‌রো না‌কো
‌ডিম ছা‌ড়ি‌বো আ‌মি
ক‌য়েকটা দিন সবুর ক‌রো
হ‌বো অ‌নেক দামী।
‌তোমার দে‌শের মাছ যে আ‌মি
‌কোথাও যা‌বো না‌কো
এ'কটা দিন দয়া ক‌রে
ধরা বন্ধ রা‌খো।
প্রজন‌নের মৌসুম এখন
কর‌বো বংশ বিস্তার
অন্য কাজ ক‌রো এখন
আমায় দাও নিস্তার।
ক‌য়েকটা দিন প‌রে আমায়
পা‌বে ঝা‌কে ঝা‌কে
এ'কটা দিন ধরা বন্ধ ক‌রো
‌মে‌রো না‌কো মা‌'কে।
‌তোমার দে‌শের অমূল্য ধন
রূপালী ই‌লিশ আ‌মি
অন্য দে‌শে রূপা নই‌কো
‌সোনার চে‌য়ে দামী।
‌তোমায় আ‌মি কথা দিলাম
বন্ধ রাখ‌লে ধরা
সময় মত জাল ফেল‌লে
জাল উঠ‌বে ভরা!

চিন্তায় আ‌ছি!

রাজনী‌তি শুরু ক‌রি
ম‌নের টা‌নে
মাঝখা‌নে ভে‌ষে যাই 
অ‌র্থের বা‌নে।
নী‌তি, আদর্শ আর
দেশ প্রেম ছিল
ক্ষমতার মোহ ‌যে
সব কিছু কে‌ড়ে নিল।
‌কিছু লোভ ছিল মোর
‌কিছু প‌রিবা‌রের
‌কিছু ছিল গুরু নেতার
‌কিছু চাটুকা‌রের।
এত কিছুর প‌রেও
কথার মায়াজা‌লে
‌বোকা জনগণ‌কে
‌দেই মো‌হে ফে‌লে।

ভা‌বি বোকা জনগণ
‌বো‌ঝে না যে কিছু!
এক‌দিন জনগণ
নে‌বে ঠিকই  পিছু!
‌সে‌দি‌নের চিন্তায়
‌কা‌টে দিন রাত
ক‌বে যে গা‌লে প‌ড়ে
জনতার হাত?