ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Thursday, May 26, 2011

পর মানুষে দু:খ দিলে... দু:খ মনে হয় না....

পর মানুষে দু:খ দিলে... দু:খ মনে হয় না....

আপন মানুষ কষ্ট দিলে... মেনে নেয়া যায় না...

সবার একজন মনের মানুষ... প্রাণের মানুষ থাকে...

মন প্রাণ উজার করিয়া... ভালবাসে তাকে.....

ভালবাসে যে যাহাকে... কষ্ট যেন দেয় না.....

আপন মানুষ... কষ্ট দিলে... মেনে নেয়া যায় না......

পাথরের আঘাতে কেহ... খুশিতে হাসে....

ফুলের আঘাত পেয়ে কেহ... কেদে ধুলায় মিশে...

পাথরের আঘাত সয় বুকে... ফুলের আঘাত সয় না....

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না......

ভালবাসলে স্বার্থ ভুলে... ভালবাসিও....

ভাল যারে বাসিয়াছ... ভালবেসেই যাইও...

আক্কাস দেওয়ান মরলে কইও.... সে যেন ছয়না...

আপন মানুষ কষ্ট দিলে... মেনে নেয়া যায় না......


(আমার খুব পছন্দের একটি বাউল গান)


স্থবিরতা....

কাল শুক্রবার...

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শেষে আবার শুক্র...

এখন মে...

জুন জুলাই আগষ্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শেষে আবার মে...

এখন গ্রীষ্ম...

বর্ষা শর হেমন্ত শীত বসন্ত শেষে আবার গ্রীষ্ম...

এভাবেই কেটে যাচ্ছে দিন মাস বছর ঋৃতুর পর ঋৃতু...

সময় কেটে যাচ্ছে না থেমে আছে অনুভূতির সাথে মেলাতে পারি না..

আমি চলছি না থেমে আছি তাও...

তাহলে কি স্থবির হয়ে পড়েছি..

গভীর রাত...

সবাই যখন ঘুমে

আমি একা রুমে

সবাই ঘুমে বুদ

আমি রাত জাগা ভুত

চোখ থেকে ঘুম কোথায় গেল??

জীবন কেন এলোমেলো??

উড়াল পঙ্খি...

বন্ধুরে চাই বোঝাতে ...
বন্ধু কেন বোঝে না???
সুখ খুজে বেরাই...
সুখ আমায় খোজে না...

চোরের হাট

চিত্ত চোর আর বিত্ত চোর
দুই'য়ে ফারাক রাত্রি-ভোর।
চিত্ত চোরের অভাব বড়
বিত্ত চোর জেলে ভর।
চিত্ত আছে চোর নাই
চোর আছে বিত্ত নাই।