ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Monday, May 21, 2012

GP Modem দিয়ে অন্য Mobile operator'র sim use করুন!

·  GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

GP Modem এ অন্য Mobile operator'sim use করুন!

যেকোন কারনে জিপি কানেকশন ব্যবহারে মন উঠে গেলে হাতে থাকা অন্য মোবাইল অপেরেটরের সিম দিয়ে জিপি মডেম ব্যবহার করতে পারেন স্বাচ্ছন্দ্যে!
নিচে একটু লক্ষ্য করে দেখুন কিভাবে কি করতে হবে...

প্রথমে জিপি মডেমের বাইডিফল্ট সফটওয়্যারটি ওপেন করুন
এখন উপরে বাম দিকের টুলস থেকে অপশন এ ক্লিক করুন (Tools > Options)

undefined

Re: GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

নিচে দেখানো মতে ম্যানেজমেন্ট এ ক্লিক করুন....
undefined

Re: GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

প্রফাইল নাম হিসাবে জিপি ইন্টারনেট দেয়া থাকে কিন্তু নতুন কানেকশনের জন্য আমরা এখানে নতুন একটা প্রফাইল তৈরি করব
ডান দিকে 'New' -এ ক্লিক করুন
undefined
Quick reply to this message

Re: GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

...এখনে আমরা Profile Name, APN এবং Access Number দিয়ে নতুন একটা প্রফাইল তৈরী করব
undefined

Re: GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

এবার বিভিন্ন ইন্টারনেট কানেকশন এর জন্য কিভাবে আমরা কনফিগার করবো দেখে নেই...
একটেল/রবি জন্য
Profile Name
Aktel type করুনAPN টা Static Select করে বক্সে internet/robi লিখুনএখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবেএখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুননিচের ছবির মতোন...


undefined
এখন জিপি মডেমে আপনার একটেল/রবি সিম ভরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Aktel কে Select করে Connect Click করুন
ব্যস হয়ে গেলে জিপি মডেমে একটেল/রবি নেট চালু

 

Re: GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

বাংলালিংকের জন্য

Profile Name
Banglalink type করুনAPN টা Static Select করে বক্সে blweb লিখুনএখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে *99# লিখুনএখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেরিয়ে আসুন
undefined
এখন মডেমে বাংলালিংক সিম ভরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Banglalink কে Select করে Connect Click করুন ব্যস হয়ে গেলে জিপি মডেমে বাংলালিংক নেট চালু

Re: GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

ওয়ারিদ/এয়ারটেল এর জন্য
Profile Name
Warid Internet type করুনAPN টা Static Select করে বক্সে internet লিখুনএখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে *99# লিখুনএখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেরিয়ে আসুন undefinedএখন মডেমে আপনার ওয়ারিদ সিম ভরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Warid Internet কে Select করে Connect Click করুন ব্যস হয়ে গেলে জিপি মডেমে ওয়ারিদ নেট চালু

Re: GP Modem দিয়ে অন্য Mobile operator'sim use করুন!

টেলিটকের জন্য
Profile Name
Teletalk type করুনAPN টা Static Select করে বক্সে gprsunl লিখুনএখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে *99# লিখুনএখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেরিয়ে আসুন
undefined
এখন মডেমে আপনার টেলিটক সিম ভরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Teletalk কে Select করে Connect Click করুন
ব্যস হয়ে গেলে জিপি মডেমে টেলিটক নেট চালু

Sunday, May 13, 2012

মাকে নিয়ে

মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা
এক মধুর নাম। মধুর ডাক। যে যেই নামেই ডাকুক না কেন। যে যেভাবেই ডাকুক মনের আবেগ ও অভিব্যাক্তি একই।
আজ মা দিবস। সকল মাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সকল মা ভাল থাকুক। মায়ের প্রতি শ্রদ্ধার কোন শেষ নেই। তার অবদান পরিমাপ করার মত না।
মাকে ভালবাসে না এমন লোক নেই। যদি থাকে তবে সে দুর্ভাগা।
মাকে ভালবাসুন। যদিও ভালবাসার প্রতিদান হিসেবে তার অবর্তমানে কষ্ট পেতে হবে।
মাকে ভালবাসার মধ্যে যে তৃপ্তি আছে তা থেকে বঞ্চিত হবেন না।
মা মা মা তোমাকে ভালবাসি মা।

Friday, May 11, 2012

মা........

মা
চলে গেছেন আজ ৪২ দিন হলো। ৩০ মার্চ ২০১২ শুক্রবার রাত ২টায় মা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৩১ মার্চ শনিবার দুপুর ২টায় মধ্য পালং জামে মসজিদের পাশে মরহুম হারুন বেপারীর মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাকে হারানোর বেদনা কোনভাবেই ভুলতে পারছি না। যখন মনে পরে মায়ের কথা তখন কলিজা যেন ছিড়ে যাচ্ছে এমন এক ব্যাথা অনুভব করি। স্বজন হারানোর বেদনা হারে হারে টের পাচ্ছি। এত তারাতারি মায়ের চলে যাওয়া আমাদের সকলকে প্রতিনিয়ত কাদাচ্ছে। শত শান্তনা আমাদের শান্ত করতে পারছেনা। আল্লাহ আমাদের শোক সইবার ক্ষমতা দিন। আর আমার মায়ের আত্মার শান্তি দিন।

আসাদুজ্জামান জুয়েল
১১ মে ২০১২

ফজলুর রহমান কোতোয়ালের ২৪ তম মৃত্যুবার্ষিকী আজ

শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহজ্ব নুর মোহাম্মদ কোতোয়ালের বাবা, দৈনিক কালের কন্ঠের শরীয়তপুর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আসাদুজ্জামান জুয়েলের নানা বিশিষ্ট সমাজসেবি ফজলুর রহমান কোতোয়ালের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১২ মে ২০১২) । এ উপলে মরহুমের পারিবারিক কোতোয়াল বাড়ি জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৯৮৮ সালের ১২ মে ফজলুর রহমান কোতোয়াল মৃত্যুবরণ করেন।

মা.........................