ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Friday, January 1, 2010

স্বাগতম ২০১০

কেমন আছো বন্ধুরা?
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর সবার জীবনে আনন্দ ও সুখ বয়ে আনুক এটাই কামনা করি।
আমার ব্লগে তোমাদের স্বাগতম।
নতুন বছরে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি নতুন পরিচয়ে।
২০০৯ সালে আমি এ্যাডভোকেট হয়েছি। ২০০৯ সালে আমি নতুন দৈনিক কালের কন্ঠ'র শরীয়তপুর জেলা প্রতিনিধির দ্বায়িত্ব পেয়েছি।
নতুন বছর ২০১০ থেকে আমি আমার বন্ধুদের এবং আমার ক্লায়েন্টদের আইনি সহায়তা দিতে সর্বাত্মক চেষ্টা করবো। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং প্রতিটি নাগরিক যেন অবিচারের শিকার না হয় সেই চেষ্টা করবো। সরকারসহ সকলেই যেন মানবাধিকারের প্রতি সোচ্ছার হয় সেদিকে আমরা সকলে মিলে সজাগ থাকবো।
আমাদের কারো দ্বারা যেন মানবাধিকার লংঘিত না হয় সেদিকে দৃষ্টি রাখবো। আমাদের দ্বারা যেন পরিবেশ ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখবো। প্রতিটি মানুষ যেন তার অধিকার নিয়ে মাথা উচু করে বাঁচতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। একজন আইনজীবী হিসেবে আমি আমার দ্বায়িত্ব যথাযথ ভাবে পালনের অঙ্গীকার করছি। আপনিও আপনার অধিকার ও দ্বায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সতর্ক হোন। অপরের প্রতি সহনশীল হোন।
কালের কন্ঠ পত্রিকার জন্য শরীয়তপুরের সকল ঘটনার সবদিক বিচার বিবেচনা করে সত্য বিশ্লেষণ করবো। সকলের সহযোগীতায় শরীয়তপুরের সমস্যাগুলো কালের কন্ঠের মাধ্যমে তুলে ধরবো। ১০ জানুয়ারী ২০১০ কালের কন্ঠ আসছে। কালের কন্ঠ পড়ুন এবং বিচার করুন, বিশ্লেষণ করুন। পাঠকই একটি পত্রিকার সবচাইতে বড় বিচারক। সত্যের ভান ধরা নয় সত্য জাগ্রত হোক।
আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ। লেখা পড়ুন এবং মন্তব্য কর। সবার সুন্দর জীবন কামনা করি।
আবারো শুভেচ্ছা। শুভকামনা সকলের জন্য।

আসাদুজ্জামান জুয়েল
আইনজীবী ও সাংবাদিক
দৈনিক কালের কন্ঠ
শরীয়তপুর
asadjewel@gmail.com, asadjewel@yahoo.com, asadjewel@hotmail.com