ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Thursday, December 6, 2018

ভাব

ভাবের ভবে, নিলাম কত ভাব
জানি, এতে নেই যে কোন লাভ
তবুও মানুষ, ভাব’ই দেখে চেয়ে
দেখেনা কেউ, কি এসেছি খেয়ে।
ভাবের ভবে, পাল্টাই কত রং
রং-মেখে, সং-সেজে করি ঢং
আনন্দ পাও, তোমরা সবে দেখে
হেসে’ই চলি, দুঃখ পাছে রেখে।
ফকির তবুও, ধরি রাজার বেশ
হীন স্বার্থে, দেশ করলাম শেষ
প্রেমনেই মনে, তবুও দেশপ্রেমিক
সাধারণে যত, বলুক ধিক! ধিক!
রাজনীতিকের, নেই যে কোন নীতি
জনগণে, নেই যে কোন ভীতি
দেশের প্রতি, নেই যে কোন মায়া
মানুষ কেন, হচ্ছে আজ বেহায়া?
অধম জুয়েল বলে, ভাব নিয়ে কি লাভ
ভাবের ধোকায়, বাড়ছে যে তোর পাপ
ভাব না ধরে, ভজ আসল মানুষ
উড়াসনে আর, মিথ্যে ভাবের ফানুস।

No comments:

Post a Comment