ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Sunday, October 28, 2018

অধিকার


দেশের মুখে মাখছে কালি
জনতাকে দিচ্ছে গালি
আন্দোলনকে বলছে ওরা
গণতান্ত্রিক অধিকার।
জনগণ, তোমার কি আছে
ফেরাবার কোন অধিকার?

গাড়ির গায়ে, নারীর গায়ে
মাখছে কালি চালকের গায়ে
নিষেধ গুরুর তবুও তোমরা
কেন, চলো-চালাও গাড়ি?
তোমাদের কি নেই সরম-লজ্জা
কোন দেশেতে বলো তোমার বাড়ি?

মানুষ মারবো, পিষে দেব
আদালত হতে জামিন নেব
লাইসেন্স নেব রং চিনেই
এটা আমাদের অধিকার।
জনগণ তোমার লাফাও কেন
এতে বলো ক্ষতিকার?

এই দেশেতে শক্তি যার
পূরো দেশটাই হচ্ছে তার
দুর্বল জনগণের কি
আছে কোন অধিকার?
জ্ঞনীরা মার খাবে, মূর্খ চালাবে দেশ
এটাই এখন তাদের অধিকার।





No comments:

Post a Comment