ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Wednesday, December 13, 2017

১৪ ডি‌সেম্বর স্মর‌ণে

কোন ভাবেই পেরে উঠছিলে না তোমরা
চেষ্টা করেছিলে অনেক, সব পথ মাড়িয়েছো
কোন ভাবেই পেরে উঠছিলে না তোমরা
অর্থনৈতিক, সামাজিক, সামরিক, শাসন-শোষন
এযে এক অদম্য জাতি, দৃঢ় চেতা, শক্ত কঠিন মনোবল।
ভাষা কেড়ে নিতে গিয়ে প্রথম হোচট খেয়ে বুঝে গেলে
এভাবে হবেনা! তার পর নানা কৌশল, জড়ো করলে সেনা
গ্রামের পর গ্রাম উজার করলে পুড়িয়ে, ঘরের মা বোন
শিশু, বৃদ্ধা কাউকেই বাদ দিলে না, রাখতে চাইলে বিষাক্ত বীজ
তোমাদের পূর্ব পূরুষের জারজ সন্তানেরাও ছিলো পূর্ব থেকেই
তারাও বাড়িয়ে দিয়েছিলো তাদের কালো হাত, বিষাক্ত মগজ
কৃষকের-মজুরের ইস্পাত শক্ত হাত, শিক্ষক-ছাত্রের শাণিত মেধা
যখন এক হয়ে ঝাপিয়ে পড়েছিলো নিরস্ত্র হাতে তোমার সশস্ত্র
হায়েনাদের বিরুদ্ধে, রুখে দাড়িয়েছিলো বুক পেতে মাটিকে রক্ষায়
তখন তুমি আস্তে আস্তে বুঝে গেলে, এ মাটি তোমার হবে না
এ মাটিতে দাড়াবার শক্ত পা তোমার নেই, নেই মনোবল।
তখন তোমার মোটা মাথায় একটা মোটা বুদ্ধির জন্ম দিলো
গ্রাম পুড়িয়ে, হত্যা, ধর্ষন, লুটপাট, নির্যাতন সব করেও
যখন বাঙ্গালির হৃদয় টলাতে পারছো না তাহলে কি করা যায়?
তোমার পূর্ব পূরুষের বিষাক্ত ফোটায় জন্ম নেয়া জারজদের
বুদ্ধিতে ও নীল নকশায় দেশের মেধাটাকে বিনাশ করার চিন্তা!
যেই ভাবা সেই কাজ, রাতের আধারে এ মাটির শ্রেষ্ঠ সন্তান
শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বেছে বেছে শ্রেষ্ঠ সন্তান
বুদ্ধিজীবীদের ধরে ধরে চালালে গুলি, হাত-পা বেঁধে
বেয়নেটের খোঁচায় খোঁচায় বিদীর্ণ করলে শ্রেষ্ঠ সন্তানের হৃদয়।
তোমরা যে চির আহাম্মকের জাতি, আবারো প্রমান করলে তা
হাজারো প্রদীপ জ্বালাতে একটা প্রদীপই যে যথেষ্ট
যাদের সাথে পেড়ে উঠোনি তারা আজ সৃষ্টি করেছে হাজারো
মেধাবী সন্তান, তাদের মেধার সাথে আজও পেরে ওঠোনা 
তোমরা পারো শুধু জঙ্গি, দুর্নীতিবাজ সৃষ্টি করতে
আজ দেখ, শিক্ষায়, ক্রিড়ায়, চিন্তায়, চেতনায় কতটা
এগিয়ে গেছি আমরা, কেবলই দৃঢ় মনোবল, শাণিত মেধার কারনে।

No comments:

Post a Comment