ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Wednesday, December 13, 2017

‌বিজয়

বিজয়ের মাসে চলো, বিজয়ের কথা বলি
বিজয়ের মাসে চলো, হাত ধরে পাশাপাশি চলি।

হিংসা, ঘৃনা ভুলে, হৃদয়ের দরজা খুলে
হানাহানি পাশে তুলে, ভালোবাসি ফুলে ফুলে
অন্যায়-অবিচার, করে দিয়ে ছারখার
দুর্নীতি করে যারা, ওদেরকে মার মার
শাসকের রূপে যারা, চুষে যায় রক্ত
তাদের বিরুদ্ধে এসো, করি মুঠো শক্ত
ঘুর আর ধর্ষনে, তফাৎ ভাষাগত
এদের হাতে নিপিড়ীত, হচ্ছে মানুষ কত
অন্যায়-অবিচার দেখে, মুখ যদি লুকালে
কচ্ছপের মত যদি, মুখটাকে ঢুকালে
ক্ষমা করবে না কভু, তোমাকে সমাজ
সে কথাটা তুমি, ভুলো নাকো আজ।

বিজয়টা কিন্তু, এমনিতে আসেনি
হাজারো লোক ছিলো, দেশ ভালোবাসেনি
লক্ষ মানুষ ছিলো, প্রাণের মায়া ছেড়ে
শত্রুর সামনে তারা, গিয়েছিলো তেড়ে
হাত ছিলো খালি, শক্ত মনোবল নিয়ে
মাটি রক্ষার শপথ নিয়ে, পড়েছে ঝাপিয়ে
রক্ত-ঘাম সেদিন, এক করেছিলো যারা
বিজয়ের দাবীদার, হবেই আজ তারা।

বিজয়ের মাসে চলো বিজয়ের কথা বলি
বিজয়ের মাসে চলো হাত ধরে পাশাপাশি চলি।

No comments:

Post a Comment