ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, December 19, 2017

এই মেয়ে

মেয়ে তোমার বাড়ি কোথায়, বলো কত দূর?
কি দিয়ে তৈরী তুমি, মাটি নাকি নূর?
এমন হাসি কোথায় পেলে, এমন ডাগর চোখ
তোমার দিকে তাকালে কেন, কেঁপে উঠে বুক
এমন কোমল রূপের ঝলক, কে গড়েছে তোমায়
তাকালে চোখ ফেরে না কেন, বলতে পারো আমায়
হাসলে তুমি ভূবন হাসে, গালে পড়ে টোল
রাগলেও তোমায় লাগে ভাল, গালটা তোমার গোল
ঠোটের কথা না’ইবা বলি, চোখের মায়ায় ভুলে
বাউল বাতাস খেলা করে, তোমারই রেশমি চুলে
জোড়া ভুরুর চাহনিতে আমার, হৃদয় নিলে কেড়ে
তোমায় পেলে দেবো আমি, সব কিছই ছেড়ে
নাকটা তোমার বাশের বাঁশি, এমন কারো আছে?
প্রকৃতি আজ ম্লান হয়েছে, তোমার রূপের কাছে
তোমার ভরা যৌবন যেন, ভরা গাঙ্গের পানি
যে দেখবে সেই একবার, ডুবতে চাইবে জানি
পরীর কথা শুনেছি অনেক, থাকে দূর আসমানে
পরীর চেয়েও সুন্দর, বলছি, চেয়ে তোমার পানে
মানবি নও আমার কাছে, তুমিই যেন হুর
পরীরা কাছে এলেও বলবো, যাও, দূর, দূর
যেমন তোমার রুপের বাহার, তেমন হাটা চলা
হৃদয়টা দিয়েছি দেখে, তোমার ছলা কলা
মায়াবী-ভূবন মোহিনী, তোমার রূপের জালে
রূপ দেখিয়ে এক মুহুর্তে, দিলে আমায় ফেলে
এমন রূপের আলোয় আমি, ডুবে যেতে চাই
নিশ্চিত হয়ে বলছি এমন, রূপসী ভবে নাই
বিবেক বলে, জুয়েলরে তুই রূপের মোহে পড়ে
জ্বলে পুরে ছারখার হবি, সারা জীবন ভরে।

No comments:

Post a Comment