ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Wednesday, December 20, 2017

পাখিরে....

তুমিই আমার পরান পাখি
উড়ে গেলে, কেমনে রাখি?
বুকের ভিতর যতন করে
মনের ছোট্ট গোপন ঘরে
লালি পালি আদর করি
চোখের আড়াল হলেই মরি।
কথা বলো আমার সুরে
যাওনা ছেড়ে কভু দূরে
তুমি আমায় ভালোবাস
ডাকলে কাছে চলে আসো
বাঁধন যদি যাওগো কেটে
বুকটা আমার যাবে ফেটে
এত ভালো বাসার পরে
কেমনে যাবে আমায় ছেড়ে?
আমার আগে তোমায় কভু
যেতে যেন না দেয় প্রভু
তোমায় নিয়ে প্রভুর কাছে
আমার এক প্রার্থনা আছে
আমার আগে তোমায় তুলে
না নেয় যেন প্রভু ভুলে!
তোমায় ভালোবাসি কত
জানে প্রভু আমারই মত
জানার পরেও শিকল ছিড়ে
কেমনে নেবে তোমায় কেড়ে?
শিকল কাটা পাখি তুমি
সে কথাটা জানি আমি
তবুও কেন ভুলছি মায়ায়
বোঝে না এই মাটির কায়ায়
বেহায়া জুয়েলের এ মন
তোকেই চায় যে সারাক্ষণ।

No comments:

Post a Comment