ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Sunday, June 7, 2009

ভাঙ্গছে নদী পদ্মা, কাদছে পাড়ের মানুষ

পদ্মার ভাঙ্গন শুরু !! পাড়ের মানুষের জন্য সহমর্মিতা

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝির হাট লঞ্চ ঘাট থেকে এক কিলো মিটার পশ্চিমে পদ্মার ভাঙ্গনের ছবি।
বর্ষার মাত্র শুরু।
কত মানুষকে যে গৃহ হারা করবে আমাদের পদ্মা তার কোন ইয়ত্তা নেই। শুধু যে বর্ষায়ই ভাঙ্গে তা কিন্তু নয়। সারা বছরই ভাঙ্গে। তবে বর্ষায় ভাঙ্গনের তীব্রতা বেড়ে যায়। এই পদ্মা ঘড় বাড়ি ভাঙ্গে তবু পাড়ের মানুষগুলো পদ্মাকে ভালবেসে তীরে বসবাস করে। পদ্মা যে শুধু ভাঙ্গে তা কিন্তু নয়। এই পদ্মা সাধারণ মাণুষের জীবন জীবিকার উতস বটে।
পদ্মা পাড়ের মানুষগুলো ভাঙ্গন, ঝড়, বন্যার সাথে লড়াই করে বেচে থাকে। থাকবে। ভাল থাকুক পদ্মা পাড়ের মানুষগুলো। প্রকৃতির সাথে লড়াই করে বেচে থাকতে তারা পছন্দ করে। পদ্মা পাড়ের মানুষগুলো ভাল থাকুক। তাদের জন্য শুভকামনা

No comments:

Post a Comment