ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Sunday, June 7, 2009

আমন্ত্রন

ঘুরে যান শরীয়তপুর, ভাল লাগবে নিশ্চই!!

বন্ধুরা, পদ্মা পারের জেলা শরীয়তপুর ঘুরে যান।
আমি নিশ্চিত আপনাদের ভাল লাগবে।
সবুজ শ্যামল দেশের এই জেলায় রয়েছে-
সবুজের সমারহ, অতীত ঐতিহ্য, পুরাকীর্তি এবং মানুষের অসীম ভালবাসা।

সবুজ শ্যামল এই জেলার যে দিকে তাকাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে।
প্রতিটি নিঃশ্বাসে পাবেন বিশুদ্ধ অক্সিজেন।
চারিদিকে গাছে গাছে পাখির কলকাকলি আপনাকে মুগ্ধ করবে।
পাখির গানে, বট পাতার ঝনঝনানি মুখরিত চারিপাশ।
মাঠে হয় পাকা ধান, নয় রবিশস্য অথবা জলে খেলা করছে হাঁস।
যেদিকে তাকাবেন চোখ আপনার জুরাবেই।

এখানে রয়েছে ঐতিহাসিক ফতেজংপুর যেখানে ফতে হয়েছিল জং (যুদ্ধের সমাপ্তি)
আছে ধানুকার মনসা বাড়ি, রুদ্রকরের মঠ, মহিষারের কালিবাড়ি দীঘি বুড়ির হাটের মসজিদ
পদ্মার ভাঙ্গন!
এরকম হাজারো নাম লিখা যায়।
বেড়াতে এলে এসব দেখতে দেখতে আপনার চোখ ক্লান্ত হবে
দেখার জিনিস শেষ হবে না।

এই জেলার মানুষ অসম্ভব অতিথিপরায়ন।
এখানকার মানুষের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে।
যার যতটুকু সামর্থ আছে তা দিয়েই চেষ্টা করবে আপনাকে বরন করে নিতে।
তাই আবারো আমন্ত্রন। বেরিয়ে যান শরীয়তপুর।

No comments:

Post a Comment