ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Sunday, June 7, 2009

প্রভাকরনরে জন্য ভালবাসা

মত যেখানে আছে ভিন্ন মত সেখানে থাকবেই। প্রভাকরণ তামিল টাইগারদের কাছে ছিল দেবেতা, টাইগারসম! আর শ্রীলঙ্কান সেনাদের কাছে ছিলো গেরিলা নেতা, মূর্তিমান আতঙ্কের নাম।
একবার ভাবুন তো---
প্রভাকরণ যদি শ্রীলঙ্কানদের পরাজিত করে স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতো তবে তামিল জনগনের কাছে সে হতো আজ বীর! জাতির পিতা! একটি রাষ্ট্রের শ্রষ্ঠা!
আজ প্রভাকরণ নেই। শ্রীলঙ্কান সেনারা তাকে বধ করেছে। শ্রীলঙ্কান সেনারা আজ বীর!
এটাইতো নিয়তি! এটাই তো নিয়ম!
নচিকেতার গান তরুন-যুবক বয়সে জাতীয় সঙ্গীতের চাইতেও বেশি পছন্দ হত! নচিকেতা ভবঘুরে না হলেও তার গান শুনে অনেক যুবক ভবঘুরে হয়েছে এমন নজির আছে! তার একটা গানের কথা সবার মনে আছে নিশ্চই!
'রাম যদি হেরে যেত রামায়ন লিখা হত রাবন দেবতা হতো সেখানে!!
আজ প্রভাকরণ রাবণ আর শ্রীলঙ্কান সেনারা দেবতা!

প্রভাকরণের বীরত্তের জন্য অনেকের মত আমার হৃদয়েও রয়েছে ভালবাসা! একজন বিপ্লবী ছিলেন প্রভাকরণ। তার বিপ্লব ব্যর্থ হয়েছে। সব ফুল কি আর দেবতার পা চরনে যায়। কিছু ফুল তো মাটিতে ঝড়ে ছাগলের খাদ্যতে পরিনত হয়। বিপ্লব আছে বলেই নিপিড়ীত, নির্যাতিত, অসহায় মানুষ অবলম্বন পায়। দুর্বলের পক্ষে কেবল বিপ্লবীরাই প্রতিবাদ করে। কখনো সফল হয়, কখনো ব্যর্ত। তাই বলে তো আর বিপ্লব থেমে থাকবে না। বিপ্লব দীর্ঘজীবি হোক। বিপ্লব হোক মানুষের জন্য, মানবতার পক্ষে। 

1 comment: