ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, September 25, 2018

মানুষ হও

মানুষ রুপে জন্ম দিলে 
দেখতে দিব্যি মানুষ
কথা কাজে মিল পাই না
শুধুই কথার ফানুষ।
মুখে সদা ধর্মের কথা
সুন্নত রাখে জিন্দা
কাজে দেখি ভিন্নতা
প্রতারণা চিন্তা।
পরের ধনে লোভ দেখি
দেখি করে ধান্দা
লুটে নেয় সবকিছু
বাছেনা লুলা-আন্ধা।
ভাব দেখায় এমন তিনি
স্রষ্টার সহি বান্দা
কাজের বেলায় দেখি তাকে
ভন্ড, চতুর, নাখান্দা।
অন্যের অনিষ্ট করে
ধণের বোঝা বৃদ্ধি করে
খাচ্ছো মানুষ ধরে ধরে
ভালো মানুষ সাজছো পরে।
জায়গা পাবে নর্দমাতে
হাটবে নিকষ কালো রাতে
থাকবে না কেউ তোমার সাথে
খাটলে শুধুই দিনে রাতে।
বিদায় ঘন্টা বাজবে যেদিন
কথাটা রেখো মনে
তোমায় আগলে রাখবে নাকো
তোমার জমা ধণে।
অধম জুয়েল বলে
থাকতে সময় হাতে
আলোর সঞ্চয় করো তুমি
আলো তোমায় পথ দেখাবে রাতে।

No comments:

Post a Comment