ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Friday, September 28, 2018

ভবনদী

পান করিও সব সময়
এক ঘাটেরই জল
থাকবে সুস্থ্য লাগবে ভালো
পাবে তাহার ফল।
ঘাটে ঘাটে ঘুরে যদি
বদলাও তুমি প্রেমো নদী
পাবে না জীবণ অবধি
প্রেমো সুধা জল।
পার হওয়া সহজ নয়গো
ওটা হলো ভবনদী
পাড়ি দিতে সহজ হবে
দিব্য জ্ঞান থাকে যদি।
এই নদীতে বান আসেরে
রক্ত স্রোত তখনই বয়
শক্ত হাতে ধরলে বৈঠা
তোমার নেইযে কোন ভয়।
সেই নদীটার বয়স হলে
পাড় শুকায়, শুকায় পানি
যৌবনেতেই নৌকা নিয়ে
করে সবে দাড় টানাটানি।
অধম জুয়েল বলে,
ভব নদীর পাড়ে এসো
ভক্তি নিয়ে আজলা ভরে
পান করো পানি, ভালোবাসো।
হলে লোভী কামী, বহুগামী
মানুষ কেউ বলবে না
তোমার সাথে কুকুড়েরও
তুলনা কেউ করবে না।

No comments:

Post a Comment