ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, September 25, 2018

টান

ভাঙ্গছে নড়িয়া-জাজিরা, টান পড়ে নাড়িতে
এখন কেবলই স্মৃতি, থাকতাম ঐ বাড়িতে।
খেলতাম ঐ মাঠে, চড়তাম ঐ গাছে
খেয়েছে পদ্মা, আজ স্মৃতিই শুধু আছে।
পড়তাম ঐ স্কুলে, মাদ্রাসায়, মক্তবে
বাপের ভিটা ছেড়ে যাওয়া শক্ত এই ভবে!
মসজিদে সালাত আদায়, মন্দিরে প্রার্থনা
দুষ্ট ছিলাম, বড়রা তাই ভাবতো যন্ত্রনা!
হাট-বাজার, চাষের জমি, বাগান-ভিটা যত
সব নিয়েছে পদ্মা কেড়ে, রেখে গেছে ক্ষত।
সব গেছে যে পদ্মার পেটে, রইলো না আর কিছু
বার বার নিলো সহায় কেড়ে, ছাড়ছে না যে পিছু।
প্রকৃতির নিয়মে চলে, ভাঙ্গা গড়ার খেলা
প্রতিরোধের কথা বলেই, কাটিয়ে দিলো বেলা!
নিঃস্ব হওয়ার পরে তোমরা, দেখতে আসো লীলা
নেতা নও, অভিনেতা তুমি, দেখছি তোমার খেলা।

No comments:

Post a Comment