ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Thursday, March 22, 2018

নাদা‌নের পীর বাবা

পীরের পিরপিরানি
সেকথা আমি জানি
বোঝে না যারা নাদান
পীরের কাছে তারাই যান।
পীর বাণিজ্যে লাভ বেশি
নাদানেরা গিয়ে খুশি
পশু পেলে পীর খুশি
নাদানরা খায় খইল ভূষি।
একেক পীরের একেক বানী
সবার মধ্যেই শয়তানী
অন্ধরা গিয়ে খায় ধোকা
নাদানেরা তাইতো বোকা।
হাসর কালে তোমার পীরে
একবারও চাইবেনা ফিরে
ছুটবে তিনি নিজের জন্য
তার খাতা যে পুরাই শুন্য।
পীরের কাছে না গিয়ে
পরে থাকো কোরআন নিয়ে
সুপারিশ চাও? বলছে কবি-
করবে মোদের শেষ নবী।

No comments:

Post a Comment