ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Thursday, March 22, 2018

কষ্ট

আকাশ ভরা জোৎস্নার আলো
মনে কষ্টের পাহাড়
ভাল্লাগে না জোৎস্নার আলো
ভাল্লাগে না আহার।
ভাল্লাগে না প্রকৃতি আজ
ভাল্লাগে না পাখি
হৃদয় ভরা ব্যাথার পানি
ঝড়ছে দিয়ে আখি।
ব্যথার বিষে কাতর আমি
প্রাণ যে ওষ্ঠাগত
বিনিদ্র রাত কাটাই আমি
হাজার শত শত।
সব রোগেরই ঔষধ আছে
ব্যথার ঔষধ নাই
আমার ব্যথা বোঝার মত
সঙ্গী কোথায় পাই?
ভালোবাসি পরান দিয়ে
হৃদয় উজার করে
বুঝলাম না কেমনে ঢুকলো
কষ্ট আমার ঘরে।
হৃদয় ছিলো হালকা আমার
উড়তো তুলার মত
কেমন করে দিলে তুমি
এই হৃদয়ে ক্ষত?
আশীষ আমার তবুও তুমি
আনন্দেতেই থাকো
বিধাতা তুমি কষ্ট থেকে
ও'কে দূরে রাখো।

No comments:

Post a Comment