ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Sunday, January 7, 2018

রাস্তা

রাস্তা দিয়ে মানুষ হাটে
যায় বাজারে, যায় যে হাটে
চলে গাড়ি, চলে লড়ি
নানান পণ্য ভরি ভরি
অ্যাম্বুলেন্স আর বিয়ের গাড়ি
বরযাত্রি সাড়ি সাড়ি
গরু বোঝাই, ময়লা নিয়ে
যায়যে সবাই রাস্তা দিয়ে।
রাস্তায় পড়ে মরে কত
রাস্তাই বাঁচায় জীবণ শত
রাস্তা ছাড়া জীবন চলা?
সেই কথা আর লাগে বলা!

রাস্তা তোমায় পথ দেখাবে
গন্তব্যে পৌছে দিবে
রাস্তা ধরেই যাবে চলে
মাভৈ মাভৈ বলে বলে
রাস্তা যদি না হয় ভালো
জীবণ হয়ে উঠবে কালো
রাস্তার তাই যতœ নিও
ভেঙ্গে গেলে জোড়া দিও।

জুয়েল বলে,
রাস্তা, এখন আর রাস্তা নাই
চললে মনে হয় নদী দিয়ে যাই!
উথাল পাথাল ঢেউ কোমড় করে ব্যাথা
কার কাছে বলি বলো এ দুঃখের কথা?

No comments:

Post a Comment