ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Monday, July 1, 2019

ফুল ও ফুলী

শুঁকেছো কী তুমি কদমের ঘ্রাণ, কিংবা হিজল ফুল
গোছল শেষে যাওয়ার কালে, প্রিয়ার ভেজা চুল?
ছাতিম ফুলের মাতাল গন্ধ, অনুভব করেছো তুমি
প্রাণের চেয়েও হয় কতটা, প্রিয় মাতৃভূমি?
কৃষ্ণচুড়া কতটা রক্ত, ঢেলেছে তাহার ফুলে
দেখেছোকি কভু প্রিয়ার চলন, অর্ন্তদৃষ্টি খুলে?
সোনালূ গাছে কেমন করে, ঝুলছে থোকায় ফুল
আদর করে দিয়েছো কভু, প্রিয়ার কানে দুল?
জারুল ফুলের শোভা তুমি, দেখেছো কী কভু চেয়ে
তোমার জন্য ভালোবাসায়, প্রিয়ার মন গেছে ছেয়ে?
কামিনী ফুল কেমন করে, ফুটে আছে থোকা থোকা?
প্রিয়ার কোমল মনে কভু, দেয়া যাবে না ধোকা।
গন্ধরাজের গন্ধে মাতাল, ভ্রমর গুনগুনায়
প্রিয়া তোমার পথ পানে, কেন সদা চায়?
বেলি ফুলের শৌরভে, অলিরা গুনগুন করে
তোমার প্রিয়া তুমি বিহীন, কেমনে থাকে ঘরে?
রক্ত জবা ঠোটে কভু, আলতো ছোঁয়া দিয়ে
সফেদ সাদা মেঘের ভেলায়, ভেসেছো প্রিয়াকে নিয়ে?
বকুল ফুল কুড়িয়ে তুমি, দিয়েছো আজলা ভরে?
চাতকের মত চেয়ে আছে যে প্রিয়া তোমার ঘরে?
কচুরি ফুলের কোমন শোভা, প্রিয়ার গালের মত
তুমি বিহনে তার হৃদয়ে হয়েছে কত ক্ষত?
ফুলের শোভা নিও তুমি, প্রিয়ার পরশ নিও
দু’হাত বাড়িয়ে, বুকে টেনে নিয়ে একটু আদর দিও।

2 comments: