ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Sunday, July 8, 2018

গালি

চিকিৎসককে কষাই বলে গালি তুমি দাও
জীবণ মরণ সন্ধিক্ষণে তার কাছেই যাও
ড্রাইভারটা পশুর মতো বলছো চালায় গাড়ি
পশুই কিন্তু পৌছে দিচ্ছে তোমায় আপন বাড়ি
উকিল দেখে বলছো তুমি ব্যাটা মিথ্যাবাদী
মিথ্যা নিয়ে মামলা করো হও বাদী-বিবাদী
শিক্ষক দেখে বলো তুমি কোচিং ব্যবসা করে
নিজ সন্তানের জন্যই তাকে ডেকে নাওযে ঘরে
মোল্লা দেখে টিটকারি দাও পরের বাড়ি খায়
স্বজন মরলে জানাজা দিতে ঐ লোকটাই যায়
কৃষক দেখে দিচ্ছো গালি ব্যাটা একটা চাষা
তার সৃজিত সবজি খেয়ে বলো আচ্ছা-খাসা

যখন তখন যাকে তাকে উড়াও গালির ফানুস
চিন্তা করে দেখেছো কি তারাও কিন্তু মানুষ
কাজে কর্মে ভুল ত্রুটি সব মানুষেরই হয়
ঢালাও ভাবে দেখাও যদি গালি দেয়ার ভয়
তবে বলো কিভাবে কাজটা তারা করবে
হাত কাপাবে, ভয়ে ভয়ে কাজ কিভাবে করবে
অধম বলে চিন্তা করো তুমি কতটা ভালো
ভয় দিওনা সবার মনে জ্বালাও প্রেমের আলো।

No comments:

Post a Comment