ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Thursday, October 5, 2017

বিশালতা

পূ‌র্ণিমার আকা‌শে দেখ
চাঁদটা কত বড়
‌দি‌চ্ছে আ‌লো সেটা তু‌মি
অনুভব কি কর?
চাঁদের আ‌লোয় ধরনীটা
হয়‌ যে আ‌লো‌কিত
মনটা তখন পূর্ণ হয়‌ যে
হয় যে স্ফিত।
বাঁশ বাগা‌নের মাথার উপর
‌দেয় যে সে উ‌কি
এক চিল‌তে সে আ‌লো দে‌খে
হও যে কত সু‌খি।
চাঁ‌দের আ‌লো হা‌তে মা‌খো
মা‌খো গা‌য়ে, পাও
পূ‌র্ণিমারই আ‌লো দেখ‌তে
ভাসাও ছোট্ট নাও।
নাও ভা‌সি‌য়ে পাও ভি‌জি‌য়ে
‌দেখ চাঁ‌দের রুপ
চাঁ‌দের আ‌লোয় ভিজাও হৃদয়
দাও‌ যে তু‌মি ডুব।
আ‌মি তোমায় ভা‌লোবা‌সি
‌ছোট্ট তাঁরার মত
ঐ আকা‌শে তাঁরা হয়‌তো
আ‌ছে হাজার শত।
দূর থে‌কে ঐ তাঁরা হ‌য়ে
বা‌সি তোমায় ভা‌লো
‌বি‌লি‌য়ে যাই চাঁ‌দের মত
আ‌মি তোমায় আ‌লো।
ভাব‌তে তু‌মি পা‌রো না যে
আমার বিশালতা
তাই হয়‌তো বো‌ঝো‌নি তু‌মি
ভা‌বো না আমার কথ!
দূ‌রে থা‌কি, আ‌লোও কম
‌ছোট অনুভব কর
অথচ আমার হৃদয়টা যে
চাঁদের চে‌য়েও বড়।
ভা‌লোবাসার দৃ‌ষ্টি দি‌য়ে
অনুভব য‌দি ক‌রো
‌দেখ‌বে আ‌মি পৃ‌থিবী আর
চাঁ‌দের চাই‌তেও বড়।
মহাকা‌শের মত দেখ‌বে
বড় হৃদয়টাও
ভা‌লোবাসা দি‌য়ে য‌দি
কা‌ছে টে‌নে নাও।
‌তোমায় আ‌মি ভা‌লোবা‌সি
মহাকা‌শের মত
কা‌ছে টান‌লে বুঝ‌বে তোমায়
ভা‌লোবা‌সি কত।
কা‌ছে টান‌লে বুঝ‌বে তু‌মি
‌তোমায়ই ভা‌লোবা‌সি
বুঝ‌বে তু‌মি যে‌দিন আস‌বো
‌তোমার কাছাকা‌ছি।

No comments:

Post a Comment