ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Wednesday, November 15, 2017

হৃদয় পোড়ার গল্প

আমার সাথে তোমার- দেখা হঠাৎ করে
ছেড়ে অন্যের ঘর- এসেছো আমার ঘরে
তোমার ছিলো অতীত- আমারও আছে স্মৃতি
নিজেদের প্রয়োজনে- হয়েছে মোদের প্রীতি
প্রথম প্রথম ফোনে- ভাইবার, ইমো লাইভে
থাকতে তুমি যেমন- আমি যেমন চাইযে
সকাল, বিকাল, রাতে- থাকতে তুমি সাথে
হাটতে তুমি সারাক্ষণ- হাতটি রেখে হাতে
মনটা যখন চাইতো- করতে দেখা তুমি
ঘাটতাম আমি হৃদয়- ভেবে নিজের ভূমি!
প্রথম প্রথম তোমার- আমার চাওয়া পাওয়া
ছিল শুধুই যেন- যৌবনেরই ধাওয়া
আস্তে আস্তে তুমি- আমার দিকে ঝুকলে
হৃদয়ে সিধ কেটে- পোক্ত করে ঢুকলে
আমিও এখন তোমায়- দেখছি অন্য চোখে
ভুগছি এখন আমি- তোমার প্রেমের রোগে
ভালোবাসি তোমায়- তুমিও বলো, ভালোবাসি
তখন, যখন তুমি- আসতে আমার কাছাকাছি
বলতে কত কথা- জড়িয়ে আমায় বুকে
দেখাতে শত স্বপ্ন- থাকবো মোরা সুখে
সারা জীবন দুজন- থাকবো পাশাপাশি
দুঃখ যতই আসুক- করবো হাসাহাসি
ছাড়লে কভু তোমায়- যাবোনা কারো কাছে
নেবোনা হৃদয়ে কাউকে- সে ক্ষমতা মোর আছে
কাটিয়ে দিবে জীবন- তুমি ছাড়া একা একা
করবো না আর কভু- কারো সাথে দেখা!

হঠাৎ করে তোমার- মনে কি যে হলো
আমায় ছাড়াই থাকো- কেমন করে বলো?
বাশের সাকো থেকে- উঠলে সেতুর উপর
হৃদয় ফুটো করে ঢুকলে- অন্য হৃদয়ের ভিতর
এক মূহুর্তে তুমি- ভুললে অতীত কথা
দিলে তুমি আমায়- গভীর ক্ষত, ব্যাথা
দোষ ছিলো কি আমার- বুঝতে দিলে নাযে
ভুলতে তো পারি না- ব্যস্ত থাকি যতই কাজে
সব কিছুকে ফেলে- আমি বেসেছি তোমায় ভালো
আধার আমায় দিয়ে- তুমি বেছে নিলে আলো
কয়লা পুড়ে গেলেও- উড়ে কিছু ছাই
আমার হৃদয় পোড়ে- দেখার কিছু নাই।

No comments:

Post a Comment