ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, November 14, 2017

দুঃখ বিলাস

অভাব যখন দুয়াড়ে এসে দাড়ায়
ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়!
ভালবাসা যখন জানালা দিয়ে পালায়
দুঃখ-ব্যথা মগজে ঢুকে জ্বালায়!

দুঃখ যখন মগজে করে বিচরন
নানান বিষয়ে ভাবনায় ডোবে মন!
সৃজনশী কিছু তখনই হয় সৃষ্টি
সেই ‘কিছু’ হয় মধুর মত মিষ্টি!

বিরহ-ব্যথার কবিতা কিংবা গান
শুনি যখন মিলাই প্রাণে প্রাণ
মাথা নাড়াই তারই তালে তালে
হৃদয় ক্ষরণ গানেরই অন্তরালে।

সুখ ও বিলাশ হাতের কাছে এলে
সব ভুলে যাই ভালোবাসা পেলে
ভালোবাসা-বিত্ত চলে গেলে
মর্ম বুঝি দুঃখ কাছে এলে।

ভালোবাসা-সুখের সময় কভু
তোমায় স্মরণ থাকে নাযে প্রভু!
চাইনা এমন সুখ ও ভালোবাসা
দু’টোই মনে হয় যে সর্বনাশা!

দুঃখ তাইতো দুখী করেনা
আমায়, করে রাজার রাজা
ভালোবাসা ও বিত্ত চাই না
চাইযে দুঃখেরই সাজা।

No comments:

Post a Comment