ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Tuesday, June 25, 2019

আষাঢ়ে কবিতা-২


আষাঢ় মাসে পড়ছে শীত
লাগছে ভীষণ ঠান্ডা
মাদি ঘোড়াটা বুড়িয়ে গেছে
পারছে না আর আন্ডা!
কদম গাছে নেই কোন ফুল
আমের মুকুল ধরছে
ঘরে ঘরে এ্যাকুরিয়ামে
ইলিশের চাষ করছে!
কাঁঠাল গাছে আনারস
থোকায় থোকায় দুলছে
লিচু গাছে কাঠবিড়ালি
পেয়ারা খেয়ে দুলছে!
জাম গাছে জাম ধরেনা
সাদা জামরুলে ভরা
বর্ষাকালে শুকনো মাঠ
লাগছে ভীষণ খড়া!
মুলা ছিলো শীতকালের
বায়ু দূষনের উপাদান
সারা বছর এখন দেখো
ফলছে খেতে ধান!
কোন কিছুই এখন আর
সিজনাল নাই
রাজনীতিক-বুদ্ধিজীবী শুধু
সিজনাল পাই!

No comments:

Post a Comment