ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Saturday, April 14, 2018

একদিনের বাঙ্গালী

একদিনের জন্য হচ্ছি বাঙ্গালী
পান্তা খাই যেন ‘খাচ্ছে কাঙ্গালী’।
সুটেড ব্যুটেড হয়ে চলি সারা মাস
সব রং পাঞ্জাবীতে লেগে গেছে আজ।
ঘরে-বাইরে সাজি সালোয়ার কামিজে
আজ পড়েছি শাড়ি বৈশাখী আমেজে।
বাসন্তী রং-শাড়ি পড়ে ললনারা মেলায় যায়
আচার, ফুচকা আর ঝালমুড়ি কিনে খায়!
ঘোড়া-হাতি পাঙ্খা কিনে ডুলা উরকী
হাটে আর কেউ খায় কিনে মোয়া মুরকি।
লাল লাল চরকা আর, কিনে বাশের বাসি
আজ আমি বাঙ্গালি বাংলা ভালোবাসি!
সারা বছর শুণি শুধু রক আর হিনদি
বাউল গানের লাগি আজ খুব দরদি।
কবিতার পাঠ হয়, চলে পালাগান
উজার করে আজ দিতে পারি প্রাণ!

কবি জুয়েল বলে, ভন্ডামি ছেড়ে
বাঙ্গালীত্ব আকড়ে ধর, নিয়ে যাচ্ছে কেড়ে।
একদিনের নয়, হও কায়মনে বাঙ্গালী
সমৃদ্ধ হবো মোরা, হবো না ‘কাঙ্গালী’।

No comments:

Post a Comment