ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Thursday, May 26, 2011

পর মানুষে দু:খ দিলে... দু:খ মনে হয় না....

পর মানুষে দু:খ দিলে... দু:খ মনে হয় না....

আপন মানুষ কষ্ট দিলে... মেনে নেয়া যায় না...

সবার একজন মনের মানুষ... প্রাণের মানুষ থাকে...

মন প্রাণ উজার করিয়া... ভালবাসে তাকে.....

ভালবাসে যে যাহাকে... কষ্ট যেন দেয় না.....

আপন মানুষ... কষ্ট দিলে... মেনে নেয়া যায় না......

পাথরের আঘাতে কেহ... খুশিতে হাসে....

ফুলের আঘাত পেয়ে কেহ... কেদে ধুলায় মিশে...

পাথরের আঘাত সয় বুকে... ফুলের আঘাত সয় না....

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না......

ভালবাসলে স্বার্থ ভুলে... ভালবাসিও....

ভাল যারে বাসিয়াছ... ভালবেসেই যাইও...

আক্কাস দেওয়ান মরলে কইও.... সে যেন ছয়না...

আপন মানুষ কষ্ট দিলে... মেনে নেয়া যায় না......


(আমার খুব পছন্দের একটি বাউল গান)


No comments:

Post a Comment