ভালবাসি প্রকৃতি

ভালবাসি প্রকৃতি

Saturday, November 22, 2014

মামলার কোর্ট ফি (Advalorem Fees) নির্ধারণ পদ্ধতি

মামলা মোকদ্দমা পরিচালনার জন্য আদালতকে একটা নির্দিষ্ট পরিমানে কোর্ট ফি দিতে হয়। এই ফি আইনজীবী ফি এর বাইরে মামলা দায়েরের খরচ। মামলা দায়েরের খরচ নির্ধারণ করা হয় Court Fees Act, 1870 সংশোধনী ২০১০ (২০১০ সনের ৪৫ নং আইন-১ আগষ্ট ২০১) এবং ২১ সেপ্টেম্বর ২০১০ এর এস,আর,ও নং-৩২৬-আইন/২০১০ অনুযায়। 
কোর্ট ফি নির্ধারণ পদ্ধতি:
কোন মোকদ্দমার মূল্যমান এর উপর বা দাবীর মূল্যমানের উপর কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে। 
তায়দাদের উপর ২%
উক্ত ২% এর উপর ১৫% ভ্যাট। মোট (২%+২% এর ১৫%= কোর্ট ফি)
 
মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমা :
মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমার ক্ষেতে সর্ব নিম্ন কোর্ট ফি হলো ৩০০ টাকা এবং সর্বোচ্চ কোর্ট ফি হবে ৫০,০০০ টাকা। 
দেওয়ানী মোকদ্দমা:
দেওয়ানী মোকদ্দমার সর্বো নিম্ন কোর্ট ফি হবে ৩০০ টাকা এবং সর্বোচ্চ কোর্ট ফি হবে ৪০,০০০ টাকা।
সাকসেশন মোকদ্দমা:
সাকসেশন মোকদ্দমায় ২০,০০০ টাকা পর্যন্ত ফ্রি। পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ১% এবং পরবর্তী ১৫,০০,০০০ টাকা পর্যন্ত ২%। 

যেমন: 
কোন মোকদ্দমার তায়দাদ ধরি ১৫,০০,০০০ টাকা।  এর কোর্ট ফি হবে
১৫,০০,০০০ টাকার ২%=৩০,০০০ টাকা
৩০,০০০ টাকার ১৫%= ৪,৫০০ টাকা
মোট কোর্ট ফি লাগবে ৩০,০০০+৪,৫০০=৩৪,৫০০ টাকা। 
 

No comments:

Post a Comment